রাজনীতি ২৭ সেপ্টেম্বর, ২০১৯ ০২:৫১

জাতিসংঘে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ডেস্ক রিপোর্ট।। 

আজ  শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।প্রতিবারের মত এবারো বাংলায় ভাষণ দেবেন তিনি। প্রধানমন্ত্রী তার ভাষণে রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদী সমাধানে চারটি প্রস্তাব উপস্থাপন করবেন।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন সূত্রে জানা যায়,‘শুক্রবার স্থানীয় সময় বিকাল সাড়ে পাঁচটা থেকে ছয়টার মধ্যে (বাংলাদেশ সময় শুক্রবার মধ্য রাতে)প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘ সদর দফতরে সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে। 

এছাড়া শেখ হাসিনা তার ভাষণে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা,অর্থনৈতিক অগ্রগতি, ডিজিটাল বাংলাদেশ গঠন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং নারীর ক্ষমতায়ন প্রসঙ্গও তুলে ধরবেন।

তিনি বিশ্ব শান্তির লক্ষ্যে কর্মপরিকল্পনা,নিরাপদ অভিবাসন, জলবায়ু পরিবর্তনজনিত প্রভাবের মোকাবেলা এবং ব্লু-ইকোনমি নিয়েও আলোচনা করবেন বলে জানা গেছে।