রাজনীতি ১২ মার্চ, ২০২৩ ০৩:৩৮

ছাত্রলীগে বিয়ের ধুম; লেগেছে বসন্তের ছোঁয়া 

ফাইল ছবি

ফাইল ছবি

তুষার আহম্মেদঃ শেখ হাসিনার অনুপ্রেরণায় স্বমহিমায় উদ্ভাসিত ছাত্রলীগ। গত কয়েক বছর ধরে, ছাত্রলীগের বিশেষ পদ গুলোতে দায়িত্বে থাকা নেতাদের ব্যক্তি জীবন খতিয়ে দেখলে দেখা মিলবে অধিকতর নেতারা অবিবাহিত। সবশেষ একে একে বিয়ের ফুল ফুটছে ছাত্রলীগ নেতাদের। লেগেছে বসন্তের ছোঁয়া। ধারাবাহিকতায় স্বীকৃতি পাচ্ছেন বিবাহিতদের কাতারে। ইতিমধ্যে কেন্দ্রীয় পর্যায়ের বেশ কিছু নেতার বিয়ের খবর পাওয়া গেছে।    

ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, করোনা মহামারিতে পুরো কমিটিতে ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাদের বিয়ে আটকে ছিল। কারোবা ব্যক্তি সমস্যার কারণে বিয়ে হয়নি এতদিন। তবে হঠাৎ একে একে ব্যাচেলর জীবন থেকে নিচ্ছেন পরিত্রাণ, করছেন বিয়ে। 

একটু ঘুরে দেখলে দেখা মিলবে, বিগত বছর গুলোতে নির্দেশমূলক কাজ ও পরিবারের বিপরীতে গিয়ে বিয়ে করেননি তারা। মানুষের সুযোগ-সুবিধা দেখভালে ব্যাস্ত ছিলেন। তবে এবার সোশ্যাল মিডিয়াতে ছাত্রলীগ নেতাদের বিয়ের ধুম পড়েছে।  

বিয়ের বিভিন্ন শট ভিডিওতে দেখা যাচ্ছে, বেশ ধুমধামে বিয়েতে মেতেছেন। এর আগে, বিয়ে নিয়ে নানা প্রশ্নের মুখে পড়লেও এবার ব্যাচেলর খাতা থেকে নাম কাটিয়ে তাক লাগিয়ে দিচ্ছেন ছাত্রলীগ নেতারা। ভাইরাল হচ্ছেন তাদের বিয়ের ভিডিও। 

সম্প্রতি, বিয়ের খাতায় নাম লিখিয়েছেন, সাবেক সভাপতি নাহিয়ান খান জয়, লেখক ভট্টাচার্য (সাধারন সম্পাদক ভারপ্রাপ্ত বাংলাদেশ ছাত্রলীগ), ঢাবি ছাত্রলীগ সভাপতি সঞ্জিত, ঢাকা উত্তরের সভাপতি ইব্রাহিম ও  ছাত্রলীগ নেতা বায়েজিদ।  

প্রসঙ্গত, বাংলাদেশের একটি প্রধান রাজনৈতিক ছাত্র সংগঠন। এটি ভারত বিভক্তিক্রমে পূর্ব বাংলার উদ্ভবের কিছু পর গঠিত হয়। বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন হিসেবে স্বীকৃত। 

আমাদের কাগজ/এমটি