ডেস্ক রিপোর্ট।।
এবার জাতিসংঘের সব আলো কেড়ে নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন যেন তাকে ঘিরেই আবর্তিত হচ্ছে। ইতোমধ্যে তিনি জাতিসংঘের ভ্যাকসিন হিরো পুরস্কার পেয়েছেন, আরও পেয়েছেন ইউনিসেফের ‘চ্যাম্পিয়ন অব স্কিল ডেভেলপমেন্ট ফর ইয়ুথ অ্যাওয়ার্ড’। এছাড়াও রোহিঙ্গা ইস্যু, জলবায়ু পরিবর্তনের ইস্যু এবং এসডিজি ইস্যুতে বাংলাদেশকে ঘিরেই যেন আবর্তিত হয়েছে জাতিসংঘ। এসমস্ত আবর্তনের কেন্দ্রে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠকের জন্য অনেক বড় বড় দেশের রাষ্ট্র এবং সরকার প্রধানেরাও মুখিয়ে ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিভিন্ন দেশের রাষ্ট্র এবং সরকার প্রধানরা। বিল গেটসও শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন এবং বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যে আজ অপ্রতিরোধ্য অগ্রযাত্রার সূচনা করেছে, বাংলাদেশ যে আজকে বিশ্বে উন্নয়ন, স্বাস্থ্যসেবা এবং দারিদ্র্য বিমোচনের রোলমডেল- সেজন্যই জাতিসংঘে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ঘিরে এই মাতামাতি। বাংলাদেশে এই উন্নয়ন অগ্রগতির কৌশল জানতে চাইছে বিশ্বের বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধানরা। শেখ হাসিনাই যেন এখন সফল রাষ্ট্রনায়কের রোলমডেল আর তার স্পর্শেই বাংলাদেশ উন্নয়নের এই শিখরে পৌঁছেছে। সে কারণেই তাকে নিয়ে সবার এত আগ্রহ।






















