রাজনীতি ৯ এপ্রিল, ২০২৩ ০৭:৫৪

জোর করে ক্ষমতায় টিকে থাকতে অনেক আইন করেছে সরকার: ফখরুল

নিজস্ব প্রতিবেদক: জোর করে ক্ষমতা দখল করে টিকে থাকার জন্য অনেকগুলো আইন তৈরি করেছে সরকার বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দেশে এখন গণতন্ত্র নেই। গণতন্ত্র নেই বলেই কারও অধিকার নেই। এমন একটি সরকার, জোর করে ক্ষমতা দখল করে টিকে থাকার জন্য অনেকগুলো আইন তৈরি করেছে। তারা সংবিধানের মৌলিক জায়গাগুলো পরিবর্তন করেছে।

রোববার (৯ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন। রাজনীতিক, কূটনীতিক, বুদ্ধিজীবী ও সাংবাদিকদের সম্মানে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি এ ইফতার মাহফিল আয়োজন করে।

ফখরুল বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়। আমরা এখানে অনেকেই ঐক্যবদ্ধ হয়েছি, অনান্য রাজনৈতিক দলগুলোকেও আহ্বান জানাতে চাই দেশকে রক্ষার জন্য, মানুষের অধিকার রক্ষার জন্য, ভাতের অধিকার রক্ষার জন্য, আরও দুর্বার আন্দোলন গড়ে তুলতে পারি সেজন্য আসুন সবাই ঐক্যবদ্ধ হই।

তিনি বলেন, রোজা সংযমের মাস হিসেবেই জানি আমরা। কিন্তু এ মাসে সরকার সংযম দেখাতে পারেনি। গতকাল সারাদেশে আমাদের যে কর্মসূচি ছিল, সেখানে হামলা, ভাঙচুর গ্রেফতার করা হয়েছে। সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। দানবীয় সরকারের হাত থেকে রক্ষা করতে এক কাতারে সামিল হতে হবে।


আমাদেরকাগজ/এইচএম