আমাদের কাগজ ডেস্কঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের দেশ পরিচালনার ব্যর্থটার কারণে সব দিক থেকেই সংকটে পড়েছে বাংলাদেশ। তিনি অভিযোগ করেন, সরকার দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিয়েছে। রোববার (১৬ এপ্রিল) বিকেলে জাতীয় প্রেসক্লাবে ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও ফেডারেল সাংবাদিক ইউনিয়ন। সেখানে দেয়া বক্তব্য এসব বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ফখরুল বলেন, বাংলাদেশ এক ভয়ংকর পরিস্থিতির মুখোমুখি হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন। সরকারের ব্যর্থতার কারণে দেশ সংকটে পড়েছে বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, ক্ষমতায় টিকে থাকতে সরকারের গণবিরোধী সিদ্ধান্ত, দুর্নীতি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ানোয় জনজীবন বিপর্যস্ত।
এসময় আন্দোলনের মাধ্যমে এই সরকারকে হটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে বলেও মন্তব্য করেন বিএনপি এ মহাসচিব।
আমাদের কাগজ/এমটি


















