নিজস্ব প্রতিবেদক: বিএনপি নয়, আওয়ামী লীগই বিদেশিদের কাছে ধর্না দেয় মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেছেন, বিএনপি কখনও বিদেশিদের কাছে যান না। আমন্ত্রণ করলে দেখা করেন।
বুধবার (১৯ এপ্রিল) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ফখরুল। সংবাদ সম্মেলনে দলের মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন ও সদস্য সচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি উপস্থিত ছিলেন।
বিএনপি অগ্নিসন্ত্রাস শুরু করছে বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যে বক্তব্য রেখেছেন তার জবাবে বিএনপি মহাসচিব বলেন, অগ্নিসন্ত্রাসের হোতা, জন্মদাতা হচ্ছে আওয়ামী লীগ। আমরা কখনোই অগ্নি সন্ত্রাস করেনি। এই সন্ত্রাস তো তাদের (আওয়ামী লীগ) জিনের মধ্যে। আমি বার বার একটা কথা বলি যে, তাদের দুটো ব্যাপার- একটা সন্ত্রাস একটা দুর্নীতি। এটা ওদের বডি কেমিস্ট্রিতে আছে। এখান থেকে তারা বেরোতে পারে না। যখন ক্ষমতা পায় তখন সর্বগ্রাসী দুর্নীতি, সব কিছু লুট করে নিয়ে যাওয়া ও বর্গীদের সঙ্গে আমি তুলনা করেছি। বর্গীরা যেমন আসে লুট করে নিয়ে চলে যায়, তেমনি ওরা ক্ষমতায় এসে লুট করে নিয়ে চলে যায় এটা হচ্ছে আওয়ামী লীগ।
২০১৩-২০১৫ সালের আন্দোলনের সময় একের পর এক পেট্রোল বোমা হামলার জন্য বিএনপিকে দায়ী করে আসছে আওয়ামী লীগ। তখন থেকেই ‘আগুনসন্ত্রাস’ শব্দটির ব্যবহার শুরু। সেটি নতুন করে আবার সামনে এসেছে সাম্প্রতিক সময়ে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায়।
কেন এত আগুন লাগছে, এ বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে প্রশ্ন দেখা দিয়েছে, তা নিয়ে রাজনৈতিক বিতর্কও উঠছে। আওয়ামী লীগের পক্ষ থেকে বিএনপির দিকে আর বিএনপির পক্ষ থেকে সরকারের দিকে আঙুল তোলা হচ্ছে। এখন আবার ‘অগ্নিসন্ত্রাস’ শব্দটি ব্যবহার করছে দুই পক্ষ।
আমাদেরকাগজ/এইচএম