নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করাই বিএনপির একমাত্র লক্ষ্য বলে অভিযোগ তুলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
রোববার (২১ মে) বিকেলে আগারগাঁওয়ের বিজ্ঞান জাদুঘরের সামনে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমন অভিযোগ করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, সরকার পতনের এক দফা আন্দোলনের নামে বিএনপি শেখ হাসিনাকে হত্যার হুমকি দিচ্ছে। শেখ হাসিনাকে হত্যা করাই বিএনপির একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে।
এ সময় শান্তিপূর্ণ নির্বাচনে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।
আমাদেরকাগজ/এইচএম





















