রাজনীতি ২১ মে, ২০২৩ ০৮:৪৫

বিএনপির সন্ত্রাসী চাঁদকে গ্রেফতার করে বিচারের মুখােমুখি করাতে হবে : এস এম কামাল হোসেন

নিজস্ব প্রতিবেদক : 'গণতন্ত্রের মানুষ কন্যা, যিনি সততার মাধ্যমে দেশের সকল সংকট মোকাবেলা করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকী দিয়ে কবরে পাঠানো কথা বলায় রাজশাহী সন্ত্রাসী, জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন বলেন,।'

রোববার, ২১ মে বিকালে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের নৌকার প্রার্থীর পক্ষে প্রচারণা অংশ হিসেবে গাছায় উপজেলা আওয়ামী লীগের পথসভায় তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, "মনে করি চাদের এমন হুমকির জন্য বিএনপির মহাসচিব  মির্জা ফখরুল ও তারেক জিয়া দায়ী। এই বক্তৃতা দেয়ার পর বিএনপির সন্ত্রাসীদের রাজপথে নামার কোন অধিকার নেই। যারা এ ধরনের বক্তব্য দিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীদের উচিত এদেরকে ধরে এনে জনতার আদালতে বিচার করা।"

আওয়ামী লীগের এই সাংগঠনিক সম্পাদক বলেন,"আমাদের শপথ নিতে হবে '৭৫ এর খুনি আর ২১ আগস্টের খুনিদের প্রতিনিধিরা জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে যারা ষড়যন্ত্র করছে, মিথ্যাচার করছে, হত্যার হুমকি দিচ্ছেন, তাদেরকে বিন্দুমাত্র ছাড় দেয়া যাবে না৷ এদের নেতা তারেক জিয়ার নির্দেশে একুশে আগস্টে জননেত্রী শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা করেছিল। সেই তারেক জিয়ার পেতাত্মারা, তারেক জিয়ার সন্ত্রাসীরা, আজকে আবার নতুন করে জননেত্রী শেখ হাসিনার হত্যার হুমকি দিচ্ছেন। আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগ, মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল মানুষকে আজকে বিএনপি-জামায়াত, সন্ত্রাসী ও খুনিদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।"

তিনি আরও বলেন, যেখানে তারা এ ধরনের সমাবেশ করবে,শেখ হাসিনাকে হত্যার হুমকি দিবে, সেই সমাবেশ বাংলাদেশের মাটিতে হতে দেয়া হবে না। এই হোক আমাদের দৃঢ় অঙ্গীকার।

পথ সভায় উপস্থিত ছিলেন গাছা থানা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক হাজী আজম আলী প্রমুখ।

 

আমাদেরকাগজ / এইচকে