রাজনীতি ২ অক্টোবর, ২০১৯ ০৮:৩৭

বিএনপি'র সাবেক স্পিকার ব্যারিষ্টার জমিরউদ্দিন সরকার গুরুতর আহত

ডেস্ক রিপোর্ট ।।

ঢাকার হাইকোর্ট সোনালী ব্যাংকের সামনে পড়ে গিয়ে বিএনপি'র সাবেক স্পিকার ব্যারিষ্টার মো: জমিরউদ্দিন সরকার (৭৭) গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য  ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে নেয়া হয়েছে।

বুধবার (২ অক্টোবর) বেলা দেড়টার দিকে সোনালী ব্যাংকের হাইকোর্ট শাখার সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেলা দেরটার দিকে  হাইকোর্ট সোনালী ব্যাংকের সামনে বিএনপি'র সাবেক স্পিকার ব্যারিষ্টার মো: জমিরউদ্দিন সরকার সিঁড়ি দিয়ে নামার সময় পড়ে গিয়ে আহত হয়েছেন।

ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য  ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে ঢামেক হাসপাতালের জরুরী বিভাগের ৯৮ নং ওয়ার্ডে তার চিকিৎসা চলছে।

কর্তব্যরত চিকিৎসক সূত্রে জানা যায়, তার কপালের উপরে ও কানের পাশে ছিলে গেছে। এছাড়াও মাথার আঘাত গুরুতর কিনা তা দেখতে তার সিটি স্ক্যান করানো হবে।