রাজনীতি ২৫ জুন, ২০২৩ ০৮:৩৮

মানুষ এখন ভোটের অধিকার চায়: মান্না

নিজস্ব প্রতিবেদক: মানুষ এখন ভোটের অধিকার চায় বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

রোববার জাতীয় প্রেসক্লাবে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে ‘রাজনৈতিক সংকট: চলমান আন্দোলন ও জনপ্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মান্না বলেন, যে দেশে মানুষের ভোট রাতের বেলা ডাকাতি করে নিয়ে যাওয়া হয় সে দেশে ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্যে আপনি সর্বস্ব দিয়ে লড়াই করবেন কিনা সেটি ভেবে দেখার সময় এসেছে। এখন মানুষ ঐক্য চায়। মানুষ নিজের কথা বলবার অধিকার চায়, ভোটের অধিকার চায়। সেজন্যে চলেন সবাই মিলে লড়াই করি।

মাহমুদুর রহমান মান্না আরও বলেন, ‘জাপানের রাষ্ট্রদূত বলেছেন, “আমি পৃথিবীর কোথাও শুনিনি যে, ভোটের আগের রাতে ভোট হয়ে যায়।” যারা বলেন এরকম বলার পরেও জাপানি রাষ্ট্রদূতই ভুল বলেছেন। যারা বিদেশির সঙ্গে তর্ক করছেন, বাংলাদেশের এরকম জুয়া-চুরি-ডাকাতি হবার পরেও সেটা অন্য দেশের সঙ্গে তুলনা করে বলছেন ওরা আমাদের থেকে বড় ডাকাত। তাদের সঙ্গে আপনি কোনো রকম সমঝোতা করে, সন্ধি করে শান্তিপূর্ণ সমাধানের চিন্তা করলে সেটা ভুল হবে। সেই চিন্তা যদি নিজের মধ্যে ঠাই দেন তাহলে সেটা আরও বড় ভুল।’

তিনি আরও বলেন, বর্তমান সরকার ও শাসনব্যবস্থা পরিবর্তন করতে রাজনৈতিক দলসহ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে গণআন্দোলন গড়ে তুলতে হবে।


আমাদেরকাগজ/এইচএম