রাজনীতি ৫ জুলাই, ২০২৩ ০৭:৪৭

এবার সিলেটে সমাবেশের অনুমতি চেয়ে জামায়াতের আবেদন

সিলেট প্রতিনিধি: বিভিন্ন বিভাগীয় শহরে সমাবেশের ডাক দিয়েছে দলটি। এরই ধারাবাহিকতায় সিলেটে সমাবেশ করার অনুমতি চেয়ে আবেদন করেছে জামায়াত।

আগামী ১৫ জুলাই সিলেটের রেজিস্টারি মাঠে সমাবেশের অনুমতি চেয়ে পুলিশের কাছে আবেদন করেছে সিলেট মহানগর জামায়াত। বুধবার (৫ জুলাই) বেলা পৌনে তিনটায় সিলেট মহানগর জামায়াতের সেক্রেটার মুহান্মদ শাহজাহান আলীর ৪ আইনজীবী নিয়ে ৫ সদস্যের প্রতিনিধি দল সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে যান। 

এ সময় তারা সিলেট মেট্রোপলিটন পুলিশের পত্র গ্রহণ শাখায় দশ দফা দাবিতে সমাবেশের অনুমতি চেয়ে আবেদন জমা দেন। 

আবেদন জমা শেষে সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ শাহজাহান আলী সাংবাদিকদের বলেন, আবেদন জমা দেয়া হয়েছে। অনুমতি না দেয়ার কোন কারণ নেই। ঢাকায় সমাবেশের অনুমোদন দেয়া হয়েছে। সিলেটেও অনুমোদন দেয়া হবে। অনুমোদন দেয়া না হলে আদায় করে নেয়া হবে। 


আমাদেরকাগজ/এইচএম