রাজনীতি ১০ জুলাই, ২০২৩ ০৫:৫০

নাগরিকদের ব্যক্তিগত তথ্য ফাঁস: উদ্বেগ জানালো জামায়াত

নিজস্ব প্রতিবেদক: দেশের নাগরিকদের ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আজ সোমবার জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুমের সাক্ষ্যরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে তিনি বলেন, ‘সম্প্রতি বাংলাদেশ সরকারের ওয়েবসাইট থেকে দেশের কোটি কোটি নাগরিকের ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। যা অত্যন্ত স্পর্শকাতর এবং দেশের মানুষের ব্যক্তিগত নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। আমরা এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি।’

বিবৃতিতে আরও বলা হয়, সরকারি তথ্য বিভাগ থেকে এভাবে দেশের নাগরিকদের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যাওয়ার ঘটনা খুবই দুঃখজনক। সরকারি ওয়েবসাইট থেকে যদি এভাবে ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যায়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা থাকলো কোথায়? একজন নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রয়োজনে যেমন তার ব্যক্তিগত তথ্য সরকারকে দেবেন, ঠিক তেমনি একজন নাগরিকের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করাও সরকারের দায়িত্ব। অতএব এর দায় সরকার কোনোভাবেই এড়াতে পারেন না।

অবিলম্বে দেশের নাগরিকদের ব্যক্তিগত তথ্য সংরক্ষণে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও তথ্য ফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানান।

আমাদেরকাগজ/এইচএম