রাজনীতি ১২ জুলাই, ২০২৩ ০৪:৫২

আপনাদের সঙ্গে ভারত নাই, আমেরিকাও নাই: সমাবেশে বিএনপি নেতারা

আমাদের কাগজ রিপোর্ট: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘ভারত কিন্তু মেসেজ দিয়েছে, তারা আপনার সঙ্গে নাই। আমেরিকা আপনার সঙ্গে নাই। ইউরোপীয় ইউনিয়ন নাই।’ আপনার সঙ্গে আছেটা কে?— বলে প্রশ্ন করেন তিনি।

বুধবার (১২ জুলাই) রাজধানীর নয়া পল্টনে বিএনপি আয়োজিত ‘যুগপৎ ধারায় বৃহত্তর গণআন্দোলনের ১ দফা যৌথ ঘোষণার সমাবেশ’-এ এ কথা বলেন শামসুজ্জামান দুদু।


তিনি বলেন, ‘এই সরকার মুক্তিযুদ্ধকে অপমান করেছে। বাংলাদেশকে লুটপাটের রাজত্বে পরিণত করতে কৃষক-শ্রমিককে না খাইয়ে রেখেছে। এই সরকারকে এক মুহূর্তও ক্ষমতায় রাখা যাবে না। বিষয় একটাই— দিনক্ষণ ঠিক করে পদত্যাগ করবেন নাকি আমরা দিনক্ষণ ঠিক করে দেবো। আপনাকে যেতেই হবে। যাওয়ার কোনও বিকল্প নাই।’


সরকার পতনের একদফা দাবি ও কর্মসূচি জানাতে বিএনপি আয়োজিত সমাবেশে শামসুজ্জামান দুদু বলেন, ‘বাংলাদেশের একটা মানুষ নাই, আপনাকে চায়। আমাদের ইলিয়াস আলীকে ফেরত দেন। তাদেরকে ফেরত দেন যাদের গুম করেছেন। কথা একটাই, নিজেই তো দাঁড়াতে পারছেন না। আপনার অধীনে কোনও নির্বাচন হবে না। আপনি এখনও বিএনপিকে চেনেন নাই। ছাত্রদলকে চেনেন নাই।’

জনসভার জমায়েত নিয়ে ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেন, ‘সমাবেশ জনসমুদ্রে পরিণত হয়েছে। রমনা পার্ক পর্যন্ত, ওইদিকে বাংলাদেশ ব্যাংক, ওইদিকে শান্তিনগর, দৈনিক বাংলার দিকে সমাবেশ ছড়িয়ে গেছে।’

ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদীন বলেন,  ‘আর বেশি দিন বাকি নেই। আইনমন্ত্রী আপনাকেও যেতে হবে। ছাত্রদলের, যুবদলের সবাইকে সুখবর দেই, ২২ জুলাইয়ের আগে গ্রেফতারকৃতরা মুক্তি পাবে। দলের আইনজীবীরা আপনাদের জন্য আইনি লড়াই করবেন। যদি কেউ না করে তাহলে আমাকে বলবেন।’

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম বলেন, ‘এই দেশের মানুষ আওয়ামী লীগকে চায় না। দেখতেও চায় না। একটা মিটিং ডাকছিল আজকে, বায়তুল মোকাররমের উত্তর গেটে। ওখানে তো জামায়াত করে। পাবলিক নাই। ভুয়া ভুয়া। তাই বলতে চাই এখনও সময় আছে, খালেদা জিয়াকে ছাড়েন। তারেক রহমানের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বন্ধ করেন। তারপর যদি নির্বাচন হয়, তাহলে দুচারটে সিট পাইতেও পারেন। যদি জনগণের আন্দোলনের মুখে পতন হয়, তাহলে আপনার নৌকা ভোটও পাবে না।’

প্রশাসনের উদ্দেশ্যে আবদুস সালাম বলেন, ‘ভালো হইতে পয়সা লাগে না। এখনও সময় আছে, ভালো হয়ে যান। সরকারি কর্মচারী, আমাদের টাকায় আপনারা বাঁচেন। এখনও পুলিশ অফিসার কিছু আছেন, আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে পুরনো মামলা দিয়ে জেলে দিচ্ছেন। কিছু কিছু বিচারক আজকে মনে করতেছেন, খুব দ্রুত মামলা রায় দিয়ে দিলেই হবে, বিএনপিকে জেলে দিয়ে দেবেন। তারা একদলীয়ভাবে নির্বাচন করবেন।’

সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, বরকত উল্লাহ বুলু প্রমুখ।

 

আমাদের কাগজ/টিআর