রাজনীতি ১২ জুলাই, ২০২৩ ০৫:০৭

নয়া পল্টন এলাকায় মোবাইল ইন্টারনেট বন্ধ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর নয়াপল্টনে চলছে বিএনপির সমাবেশ। সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর নয়া পল্টন এলাকায় মোবাইল ইন্টারনেট সেবা পাওয়া যাচ্ছে না। বুধবার (১২ জুলাই) দুপুর থেকে ওই এলাকায় মোবাইলে থ্রিজি ও ফোর জি সেবায় বিঘ্ন ঘটছে বলে জানা গেছে। একটি মোবাইল অপারেটরের একজন কর্মকর্তা জানিয়েছেন, থ্রিজি এবং ফোরজি বন্ধ রয়েছে। তবে টুজি চালু রয়েছে। আর সন্ধ্যার পর থ্রিজি এবং ফোরজি চালু হবে। নয়া পল্টন এলাকায় দায়িত্ব পালন করা একজন সাংবাদিক জানিয়েছেন, দুপুর থেকে মোবাইলে ইন্টারনেট পাওয়া যাচ্ছে না। আমাদেরকাগজ/এইচএম