রাজনীতি ১৮ জুলাই, ২০২৩ ০৩:১৫

বিএনপির পদযাত্রা, যানজটে চরম ভোগান্তিতে মানুষ 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: বিএনপির পদযাত্রায় ভোগান্তির মুখে সাধারণ যাত্রীরা। এমটাই দেখা মিলেছে ঢাকার গাবতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে শুরু করে আমিনবাজার সালেহপুরে তৈরি হওয়া দীর্ঘ যানজট। আজ মঙ্গলবার সরেজমিনে এই দৃশ্য দেখা যায়।

যানজটে আটকে পড়া যাত্রীরা জানান, গাবতলী থেকে সালেহপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার পর্যন্ত ওই যানজট সৃষ্টি হয়। প্রায় ১ ঘন্টা ধরে গাড়ি একই স্থানে দাঁড়িয়ে আছে। তবুও কাঙ্ক্ষিত যানবাহনের দেখা পাচ্ছে না কেউ কেউ। 

এদিকে শ্রাবণের ৩য় দিনে এমনি গরমে জীবন অতিষ্ঠ। তারপর আবার যানজটে চরম ভোগান্তিতে মানুষ অতিষ্ঠ। 

সিফাত নামের এক কলেজ ছাত্র জানান, মঙ্গলবার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর শুনেছি বিএনপির পদযাত্রা শুরু হয়েছে। এই জন্য যানজটের সৃষ্টি হয়েছে। তাই কলেজে যাচ্ছি পায়ে হেঁটে। 

ঢাকা জেলা উত্তর ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) হোসেন শহীদ চৌধুরী জানান, মঙ্গলবার সকাল থেকেই গাবলতীতে বিএনপির পদযাত্রা চলছে। এ কারণে সড়কের ঢাকামুখী লেনে আমিনবাজারে যানজট তৈরি হয়েছে।

সাভার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, মঙ্গলবার সকালে মহাসড়কে কোনো চেকপোস্ট বাসানো হয়নি। কিন্তু নিরাপত্তা জোরদারে মহাসড়কে পুলিশ রয়েছে।

আমাদেরকাগজ/এমটি