রাজনীতি ৩১ জুলাই, ২০২৩ ০৪:২৬

বিএনপির জনসমাবেশ শুরু

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আলোচিত বিএনপির জনসমাবেশ শুরু হয়েছে। এ সময় সমাবেশকে ঘিরে সোহরাওয়ার্দী উদ্যানের গেট এবং ভেতরে অবস্থান নিয়েছে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পাশাপাশি প্রস্তুত রাখা হয়েছে প্রিজন ভ্যান ও জলকামান। আজ সোমবার ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য আজিজ আহমেদ ইউসুফের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এ সমাবেশ শুরু হয়।

শনিবার (২৯ জুলাই) ঢাকার প্রবেশপথে বিএনপির অবস্থান কর্মসূচিতে ‘পুলিশ এবং ক্ষমতাসীনদের হামলা, নির্যাতন ও গণহারে গ্রেপ্তারের’ প্রতিবাদে এই জনসমাবেশ ডেকেছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা বিএনপি।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করার কথা রয়েছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের।

নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ করতে চেয়েছিল বিএনপি। কিন্তু পুলিশের পক্ষ থেকে তাদের সোহরাওয়ার্দী উদ্যানে জনসমাবেশ করার পরামর্শ দেয়া হলে স্থান পরিবর্তন করে দলটি।

আমাদেরকাগজ/এমটি