রাজনীতি ১০ আগস্ট, ২০২৩ ০৯:১২

সরকারের পতনই বিএনপির একমাত্র চাওয়া: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: সরকারের পতনই বিএনপির একমাত্র চাওয়া বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে লক্ষ্মীপুর থেকে আসা আহত নেতাকর্মীদের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, 'দীর্ঘ একযুগের ওপরে আমরা সংগ্রাম, লড়াই করছি এই ফ্যাসিবাদী, কর্তৃত্ববাদী, নিপীড়ন-নির্যাতনকারী সরকারের দমনপীড়নের বিরুদ্ধে। আমাদের লক্ষ্য একটাই‒ এই ফ্যাসিস্টদের হাত থেকে মুক্তি চাই, দেশ মুক্তি চায়।'

বিএনপি মহাসচিব বলেন, 'এই ফ্যাসিস্ট সরকারের অত্যাচার-নিপীড়ন থেকে  মুক্তি পেতে ইতোমধ্যে অনেকে প্রাণ দিয়েছেন, সাধারণ মানুষ প্রাণ দিয়েছেন, অনেক মানুষ গুম হয়ে গেছেন এবং সর্বশেষ এই ১৮ জুলাই আপনারা (লক্ষ্মীপুরের নেতাকর্মীরা) শান্তিপূর্ণ মিছিল করছিলেন, সেই মিছিলে পুলিশ সরাসরি গুলি করে আমাদের ভাই সজীব হোসেনের প্রাণ কেড়ে নিয়েছে। এখন একটাই চাওয়া, একটাই পথ, সেটা হচ্ছে এদেরকে সরাতে হবে, এদের পতন ঘটাতে হবে।'

তিনি বলেন, 'আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে এই দেশ নিরাপদ না, কেউই নিরাপদ না। আমাদের অধিকার ফিরে পাওয়ার জন্য, অস্তিত্ব ফিরে পাওয়ার জন্য এই সরকারকে বিদায় করতে হবে। যারা মারা গেছে তাদের পরিবার বোঝে যে কী যন্ত্রণা ও কষ্ট, এই ত্যাগ কখনও বৃথা যাবে না।'

বিএনপির চলমান আন্দোলনে দেশের মানুষ সঙ্গে আছে‒ এমন মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, 'দেশের মানুষ জীবন দিয়ে রাস্তায় নেমেছে। রাস্তায় নেমে এই সরকারকে সরানোর জন্য সংগ্রাম শুরু করেছে। আমরা বিশ্বাস করি, জনগণ এই সরকারকে আন্দোলনের মধ্য দিয়ে সরাবে এবং জনগণের যে সরকার সেই সরকার প্রতিষ্ঠিত হবে।'


আমাদেরকাগজ/এইচএম