রাজনীতি ৬ অক্টোবর, ২০১৯ ০৮:৩২

সোনিয়া গান্ধীর সঙ্গে শেখ হাসিনা বৈঠক

ডেস্ক রিপোর্ট।। 

ভারতীয় কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভারতীয় কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে দিল্লির তাজমহল হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াংকা গান্ধী ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং।

বৈঠকে দুই দেশের সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়ছে বার্তা সংস্থা এএনআই। এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের ইন্ডিয়া ইকোনোমিক সামিটে যোগ দিতে চারদিনের সফরে বৃহস্পতিবার ভারত সফরে যান প্রধানমন্ত্রী।

পরে নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউজে এ বৈঠকে তিস্তা, এনআরসি ও রোহিঙ্গাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সই হয় সাতটি সমঝোতা স্মারক।