রাজনীতি ২ অক্টোবর, ২০২৩ ০৯:৪০

পিটার হাসকে নিয়ে সরকার খুব রেগেছে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে নিয়ে তারা (সরকার) খুব রেগেছে। তাদের নেতা-মন্ত্রীরা সকল ডিপ্লোম্যাটিক নর্মসকে উপেক্ষা করে তার বিরুদ্ধে কথাবার্তা বলছে।’

আজ সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে বিশাল কৃষক সমাবেশে তিনি এই অভিযোগ করেন। সারাদেশ থেকে সংগঠনের নেতাকর্মীরা এই সমাবেশে যোগ দেন।

তিনি বলেন, ‘আমাদের সামনে কেনো বিকল্প নাই। একটাই পথ। এই অবৈধ সরকারকে সরাসরি বলতে চাই এখনো সময় আছে পদত্যাগ করে একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিন, সংসদ বিলুপ্ত করুন, একটা নতুন নির্বাচন কমিশন গঠন করে নির্বাচনের ব্যবস্থা করুন। সত্যিকার অর্থে দেশের ভালো চান, দেশের কল্যাণ চান তাহলে এই ব্যবস্থায় আসুন।’

ফখরুল বলেন, ‘তাদের (সরকার) বংশধর যে টেলিভিশন চ্যানেলগুলো আছে সেগুলোও মিথ্যাচার করছে। এদের দায়িত্বশীলতার এত অভাব যে, দেশে আমাদের সবচেয়ে বেশি রপ্তানি পণ্য যায়, সেই দেশের সঙ্গে তারা সমস্যা তৈরি করেছে।’

দেশে রেমিট্যান্স প্রবাহ কমে যাওয়ার বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘সেপ্টেম্বর মাসে দেশে সবচেয়ে কম রেমিট্যান্স এসেছে। রেমিট্যান্স মানে আমাদের বিদেশে যে শ্রমিকরা কাজ করেন তারা যে টাকা পাঠায়। এর অর্থ বাংলাদেশের অর্থনীতির ওপর তাদের আস্থা নেই। সে জন্য তারা অর্থ পাঠাচ্ছেন না।’

রংপুরের ভাষায় জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘এখানে আমাদের রংপুর-দিনাজপুরের মানুষ আছেন। এক কৃষক নেতা অনেকদিন আগে ব্রিটিশ পিরিয়ডে বিদ্রোহ করেছিলেন, বিপ্লব করতে গিয়ে সমগ্র কৃষককে ডাক দিয়েছিলেন। এই হচ্ছে ডাক। কোথায় আছেন, সবাই জাগেন, জেগে উঠেন। এই ভয়াবহ ফ্যাসিস্ট সরকারকে হটাতে জেগে উঠেন। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, দেশনেত্রীকে মুক্ত করতে হবে, এই শপথ নিয়ে আসুন আমরা আগামী দিনগুলোতে দুর্বার আন্দোলন গড়ে তুলি, প্রতিরোধ গড়ে তুলি, এদের সমস্ত নিপীড়ন-নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হই।’

জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের পরিচালনায় আরও বক্তব্য দেন, বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাজাহান ওমর, বরকত উল্লাহ বুলু, শামসুজ্জামান দুদু, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, বিএনপি নেতা ডা. ফরহাদ হালিম ডোনার, খায়রুল কবির খোকন, আবদুস সালাম আজাদ, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, যুবদলের সুলতান সালাউদ্দিন টুকু, কৃষক দলের নাসির হায়দার, জামাল উদ্দিন খান মিলন, মামুনুর রশীদ খান, এসএম ফয়সাল, খন্দকার নাসিরুল ইসলাম, আনম খলিলুর রহমান, আসলাম মিয়া, সৈয়দ অলিউল্লাহ সিদ্দিকী, মোশাররফ হোসেন, মিজানুর রহমান লিটু, ওবায়দুল রহমান টিপু, ফজলে হুদা, শাহ আবদুল্লাহ বাকী, শাহ মো. মুনিরুর রহমান, মাহমুদা হাবিবা, দীপু হায়দার খান, ইউনুস আলী মোল্লা, সাহাদাত হোসেন বিপ্লব, আশরাফুল আরিফ ডন, কাজী হোসেন, শফিকুর রহমান মিঠু, মীর হাসান কামাল তাপসসহ আরও অনেকে।


আমাদেরকাগজ/এইচএম