রাজনীতি ৫ অক্টোবর, ২০২৩ ১২:৩১

'সরকার আমাদের বুকের ওপর বসে আছে': মির্জা ফখরুল

আমাদের কাগজ ডেস্ক : এক দফা দাবিতে কুমিল্লা-চট্টগ্রাম রোডমার্চের উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠানে বক্তব্যে কালে মির্জা ফখরুল বলেন, সরকার আমাদের বুকের ওপর বসে আছে। খালেদা জিয়া সুস্থ হয়ে ফিরলেই বাংলাদেশে গণতন্ত্র থাকবে কি থাকবে না, এবার নির্ধারণ করা হবে। এর আগে, আজ সকাল ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার কালাকচুয়ায় খন্দকার ফুড গ্যালারি প্রাঙ্গণে (হাইওয়ে সংলগ্ন) উদ্বোধনী সমাবেশের মধ্যদিয়ে রোডমার্চ শুরু হয়।  

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনা আমেরিকা থেকে খালি হাতে উইড়া আসছে। তারা আবারও আগের রাতে ভোট করার পাঁয়তারা করেছে। আমেরিকা কি সাড়া দিছে? দেয়নি। আজ গণতান্ত্রিক শক্তি এক জোট হয়েছে। কথা পরিষ্কার, নির্বাচন হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে।

গণতন্ত্র কোথায় বলে প্রশ্ন রেখে তিনি বলেন, আজকে ডিমের ডজন ১৫০টাকা, বাচ্চাদের খাওয়াতে পারি না। আজকে লুটপাটের সরকার আমাদের বুকের ওপর বসে আছে। 

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজি আমিন-উর-রশিদ ইয়াছিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

রাত থেকেই ঝরছিল ঝিরিঝিরি বৃষ্টি। সকালে শুরু হয় মুষলধারে। বৃষ্টির মধ্যেই উদ্বোধনী সমাবেশে জড়ো হন নেতাকর্মীরা। সকাল ১০টার দিকে বৃষ্টি থেমে গেলে উদ্বোধনী সমাবেশ শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

উল্লেখ্য, এরআগে সরকারের পদত্যাগ দাবিতে ১৯শে সেপ্টেম্বর থেকে আগামী ৩রা অক্টোবর পর্যন্ত রংপুর থেকে দিনাজপুর, বগুড়া থেকে রাজশাহী, ভৈরব থেকে সিলেট, বরিশাল থেকে পিরোজপুর, ঝিনাইদহ থেকে খুলনা, ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ পর্যন্ত ছয়টি রোডমার্চ করেছে বিএনপি।

আমাদেরকাগজ/(এমটি)