নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে যাবেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচনী প্রতিনিধিদল।
গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান।
তিনি জানান, আজ শুক্রবার বিকেলে প্রতিনিধিদলটি সেখানে যাবেন। এ উপলক্ষে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে।
এর আগে গত সোমবার রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে আওয়ামী লীগের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলটির বৈঠক হয়। দুপুর সাড়ে ১২টায় শুরু হওয়া বৈঠক চলে আড়াইটা পর্যন্ত।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পূর্ব পরিস্থিতি যাচাই করতে গত শনিবার সন্ধ্যায় ৭ সদস্যের একটি মার্কিন প্রতিনিধিদল ঢাকায় আসে।
আমাদেরকাগজ/এইচএম





















