নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সঙ্গে বৈঠক করছে আওয়ামী লীগের প্রতিনিধি দল। আওয়ামী লীগের একাধিক সুত্র তা নিশ্চিত করেছেন।
আজ রোববার (১৫ অক্টোবর) সকাল সাড়ে এগারোটায় গুলশানে ইইউ এম্বাসেডরের বাসায় এই বৈঠকে বসা হয়। বৈঠকটি এখনো চলছে।
আওয়ামী লীগের প্রতিনিধি দলে রয়েছেন সভাপতিমণ্ডলীর সদস্য মুহাম্মদ ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ, কার্যনির্বাহী সদস্য তারানা হালিম ও নির্মল চ্যাটার্জী।