রাজনীতি ৬ নভেম্বর, ২০২৩ ১০:০২

৪৮ ঘণ্টা অবরোধের প্রথম দিন ১৯ গাড়িতে আগুন 

আমাদের কাগজ ডেস্ক : ৪৮ ঘণ্টা অবরোধে দেশের বিভিন্নস্থানে গাড়িতে আগুন সহ যানমালের ব্যাপক অনিশ্চয়তার মধ্যে পাড় হয়েছে। প্রথম দিন (৫ নভেম্বর) ১৯টি গাড়িতে আগুন ও পুলিশের গাড়িতে কককেট নিক্ষেপরে ঘটনা ঘটেছে। 

সারাদেশে চলছে রাজনৈতিক ধরপাকড় খেলা। অভিযোগ বিএনপি আগুন ও জনমনে আতংকের রাজনৈতি করছে। আর আওয়ামীলীগ পাহাড়া দিচ্ছে। 

এর আগে (রোববার) (৬ নভেম্বর) রাত ১১টা পর্যন্ত অগ্নি সংযোগের ঘটনা ঘটে। সর্বশেষ পল্লবীতে শিকড় পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। 

এরও আগে রোববার ভোররাত চারটায় রাজধানীর ডেমরার মাতুয়াইলে সাদ্দাম মার্কেটের সামনে এবং শ্যামপুরের জুরাইন বালুর মাঠ এলাকায় দুটি বাসে আগুন দেওয়া হয়।

এরপর ভোর সোয়া পাঁচটায় মিরপুর-৬ নম্বরে একটি বাসে আগুন দেওয়া হয়েছে। পরে সকালে বনশ্রীর মেরাদিয়ার বাঁশপট্টি এলাকায় একটি বাসে আগুন দেওয়া হয়। এ ঘটনায় ওই বাসের যাত্রী সবুজ মিয়া (৩০) দগ্ধ হন। তাকে উন্নত  চিকিৎসা দেওয়া হচ্ছে। 

গতকাল সন্ধ্যা ৭টার দিকে মিরপুর সাড়ে ১১ নম্বর এলাকায় সবশেষ শিকড় পরিবহনের বাসটিতে আগুন দেওয়া হয়েছে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যা সাড়ে ছয়টায় বাংলামোটর মোড়ে একটি বাসে আগুন দেওয়ার খবর পান তারা। ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছেন। এতে কোনো যাত্রী হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

আমাদেরকাগজ/ এমটি