রাজনীতি ৯ নভেম্বর, ২০২৩ ১০:০৮

রাজধানীতে সন্ধ্যার পর ৩ বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক: অবরোধের প্রথম দিন বুধবার (৮ নভেম্বর) সন্ধ্যার পর রাজধানীতে পরপর তিনটি বাসে আগুন। বনানী ও পুরান ঢাকার তাঁতি বাজার ও জিগাতলায়। সবশেষ গতকাল রাত ৯টা ২৫ মিনিটে রমজান পরিবহনে আগুন দেওয়া হয়। 

খবর পেয়ে কুর্মিটোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে ফায়ার সার্ভিস যাওয়ার আগেই বাসটির আগুন নিভে যায়।

সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে বিএনপির তৃতীয় দফায় রাজধানীসহ দেশব্যাপী চলছে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি। বুধবার সকাল ৬টা থেকে শুরু হয়ে যা চলবে শুক্রবার (১০ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত। বিএনপি-জামায়াতের তৃতীয় দফা অবরোধের দ্বিতীয় দিন আজ। 

তৃতীয় দফা অবরোধের প্রথম দিনে একের পর এক গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটছে। দিনের বেলায় কোনো অগ্নিকাণ্ডের ঘটনা না ঘটলেও সন্ধ্যা নেমে আসার পরই তিন জেলায় পাঁচটি পরিবহনে আগুন দেওয়ার খবর জানিয়েছে ফায়ার সার্ভিস। এসব গাড়িতে আগুন দেওয়া হয়েছে মাত্র দুই ঘণ্টার ব্যবধানে। এর মধ্যে ঢাকায় ওই তিনটি বাসে আগুন দেওয়া হয়।

এদিকে বিরোধী দলের ডাকা অবরোধ কর্মসূচিতে জনজীবন স্বাভাবিক রাখার চেষ্টা অব্যাহত রেখেছে সরকার। রাজধানীসহ সারাদেশে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। দূরপাল্লার গাড়িতে দেওয়া হচ্ছে বাড়তি নিরাপত্তা।

অবরোধে ট্রেন ও লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। মালিক সমিতি বাস চলাচল স্বাভাবিক রাখার ঘোষণা দিলেও যাত্রী সংকটে দূরপাল্লার বাস চলছে কম। রাজধানীতেও যাত্রী সংখ্যা কম থাকায় গণপরিবহনের সংখ্যা কম।

আমাদের কাগজ/এমটি