রাজনীতি ১১ অক্টোবর, ২০১৯ ০৮:০৮

ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার আশানুরূপ উন্নতি

ডেস্ক রিপোর্ট ।।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি’র অপারেশন পরবর্তী স্বাস্থ্যের আশানুরূপ উন্নতি হয়েছে উল্লেখ করে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে জানানো হয়।

শুক্রবার (১১ অক্টোবর) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপপ্রধান তথ্য অফিসার মো. আবু নাছেরের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, 'সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি’র অপারেশন পরবর্তী স্বাস্থ্যের আশানুরুপ উন্নতি হয়েছে এবং তার হৃদযন্ত্রের কার্যক্ষমতা ক্রমশ উন্নতির দিকে।

সিঙ্গাপুরস্থ মাউন্ট এলিজাবেথ হাসপাতালে আজ সকালে স্বাস্থ্য পরীক্ষা শেষে চিকিৎসক দলের প্রধান ডা. ফিলিপ কোহ সন্তোষ প্রকাশ করেন।

ডা. ফিলিপ কোহ’কে উদ্বৃত করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক (উন্নয়ন) ডা. আবু নাসার রিজভী সিঙ্গাপুর থেকে টেলিফোনে এ কথা জানান।

ডা. রিজভী জানান, বাইপাস সার্জারী শেষে দ্বিতীয়বারের মতো আজ সকালে জনাব কাদেরের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে। তাঁর স্বাস্থ্য স্থিতিশীল রয়েছে এবং প্রতিটি প্যারামিটার আশানুরূপ উন্নতি করেছে।

জনাব কাদেরের হৃদযন্ত্রের কার্যক্ষমতা বেড়েছে এবং শতকরা হারে তা ক্রমশ উন্নতির দিকে যা অত্যন্ত ইতিবাচক বলে জানান ডা. রিজভী।

হাসপাতালে জনাব কাদেরের সহধর্মিনী এডভোকেট ইসরাতুন্নেছা কাদের, সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোস্তাফিজুর রহমানসহ দূতাবাস কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর সামরিকসচিব মেজর জেনারেল জয়নাল আবেদীন’কে দেখতে যান এবং তাঁর চিকিৎসার খোঁজখবর নেন।

আজ রাত সাড়ে দশটায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটযোগে জনাব ওবায়দুল কাদের দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।'

উল্লেখ্য, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি বাইপাস সার্জারি পরবর্তী ফলো-আপ চিকিৎসার জন্য বৃহস্পতিবার (১০ অক্টোবর) সিঙ্গাপুরে যান।