ডেস্ক রিপোর্ট।।
বুয়েটে ছাত্র রাজনীতি বন্ধের সিদ্ধান্তের বিপক্ষে মত দিয়েছেন ডাকসুর ভিপি নুরুল হক নুর। অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কারণেই ছাত্র রাজনীতির আজ এ অবস্থা।
তিনি আরও বলেন, দলীয় লেজুরবৃত্তি থেকে শিক্ষা প্রতিষ্ঠানকে আলাদা করতে হবে। তাছাড়া হল প্রশাসনের দায়িত্ব অবহেলার কারনেও সেচ্ছাচারিতা তৈরি হয়েছে।
নুর বলেন, দলীয় লেজুড়বৃত্তির কারনে শিক্ষা প্রতিষ্ঠানগুলো অস্থির হয়ে আছে। সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হচ্ছে। সেজন্য আমরা বার বার বলছি যে, মুল দল থেকে ছাত্র সংগঠনগুলোকে বিকেন্দ্রীকরণ করতে হবে। তাদের লেজুড়বৃত্তিক রাজনীতি বন্ধ করতে হবে।
আজকে ছাত্র সংগঠনগুলো কেন রাজনৈতিক দলের ক্ষমতায় যাওয়ার কিংবা ক্ষমতায় থাকার লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার হবে বলেও প্রশ্ন করেন নুর।