রাজনীতি ১৩ মার্চ, ২০২৪ ০২:১৯

অসহায় মানুষের পাশে থাকা বিত্তবান ব্যক্তিদের সামাজিক দায়িত্ব: কামাল হোসেন

নিজস্ব প্রতিবেদক
কর্মহীন অসহায়, দুস্থ মানুষের পাশে থাকা সমাজের ধনী, বিত্তবান ও স্বচ্ছল ব্যক্তিদের সামাজিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য এসএম কামাল হোসেন। 

আজ বুধবার (১৩ মার্চ) সকালে ফুলবাড়ীগেট আওয়ামী লীগের দলীয় কার্যালয় ও কেডিএ খানজাহান আলী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে হতদরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। সেখানে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, সমাজের অস্বচ্ছল, হতদরিদ্র, অসহায় গরিবদুঃথী মানুষের পাশে পাড়ানো আমাদের ধর্মীয় ও সামাজিক দায়িত্ব। সমাজের ধনী, বিত্তবান ও স্বচ্ছল ব্যক্তিদের মানবিক দায়িত্ববোধ থেকে কর্মহীন অসহায় দুস্থ মানুষের পাশে থাকা প্রত্যেকের ঈমানী দায়িত্ব ।  

তিনি আরো বলেন, সমাজে যারা ধনী বিত্তবান আছেন, তাদের যার যতটুকু সমার্থ আছে সেই অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত। 

ইফতার সামগ্রী বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন, সাধারণ সম্পাদক শেখ আনিছুর রহমান, দৌলতপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বন্দ, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলর এস এম মনিরুজ্জামান মুকুল।