ডেস্ক রিপোর্ট।।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮ টি আবাসিক হলের প্রায় সবগুলোতে শিক্ষার্থীদের উপর নিপীড়ন চালানোর অভিযোগে রয়েছে। ভুক্তভোগী বেশ কয়েকজন শিক্ষার্থী জানিয়েছেন, কথা না শুনলেই ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে মারধরের শিকার হতে হয়। তবে ছাত্রলীগ বলছে, অতিউৎসাহী হয়ে কেউ এ ধরনের কাজ করলে তার দায় সংগঠন নেবে না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের ছাত্র। তিনি বলছিলেন, বড় ভাইদের কথা না শোনায় ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী তাকে একবার পিটিয়ে হল থেকে বের করে দেয়।
আরো কয়েকজন বলছিলেন একই ধরণের অভিজ্ঞতার কথা। এসব অভিযোগ বেশিরভাগই ছাত্রলীগের বিরুদ্ধে।
তবে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি বলছেন, সংগঠন থেকে কাউকে মারার নির্দেশ কখনো দেয়া হয় না। এটা সম্পূর্ণ ব্যক্তির দায়।
এরকম নিপীড়নের কথা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানলেও তারা বলছে, বেশিরভাগ ক্ষেত্রেই কোন অভিযোগ আসে না। এ কারণে ব্যবস্থা নেয়া যায় না। তবে এখন বিষয়টি নিয়ে কঠোর বিশ্ববিদ্যালয় প্রশাসন। এজন্য কিছু ব্যবস্থাও নেয়া হচ্ছে।