রাজনীতি ৪ আগস্ট, ২০১৯ ০৭:৩১

অর্থপাচারের অভিযোগে মাহি বি চৌধুরীর স্ত্রী লোপাকে দুদক তলব

নিজস্ব প্রতিবেদক।। 

বিকল্পধারা বাংলাদেশ দলের যুগ্ম মহাসচিব মাহি বি চৌধুরীর স্ত্রী আশফাহ হক লোপার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে অর্থপাচারের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুদক

দুদক সূত্রে জানায়, যুক্তরাষ্ট্রে অর্থপাচারের অভিযোগে অভিযুক্ত আশফাহ হক লোপাকে জিজ্ঞাসাবাদের জন্য আগামী ৭ আগস্ট দুদকে তলব করা হয়েছে।

মাহি বদরুদ্দোজা চৌধুরী বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরীর সন্তান। অন্যদিকে আশফাহ হক লোপা মডেলিং দিয়ে তাঁর ক্যারিয়ার শুরু করলেও মাহি বি চৌধুরীকে বিয়ের পর সংসারে মনোনিবেশ করেন। পরবর্তীতে তিনি তাঁর স্বামীর প্রোডাকশনে বিভিন্ন অনুষ্ঠানের সঞ্চালক হিসাবে কাজ করেন।