ডেস্ক রিপোর্ট।।
নারায়ণগঞ্জে যুবদলের মিছিলে পুলিশের লাঠিচার্জের ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।
রবিবার সকালে, যুবদলের ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নগরের চাষাঢ়া ও জিমখানা এলাকায় আলাদা দুটি শোভাযাত্রা বের হয়। এ সময় চাষাঢ়ায় মহানগর যুবদলের শোভাযাত্রায় বাধা দেয়া পুলিশ। ফলে মিছিলটি পন্ড হয়ে যায়।
অপরদিকে সকাল ১১ টার দিকে জিমখানা এলাকায় জেলা যুবদলের মিছিলে পুলিশ লাঠিচার্জ করলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে প্রায় ১৫ জন আহত হয়েছে বলে দাবি করেছে যুবদল।
পুলিশ জানায়, চাষাড়া ও জিমখানা এলাকায় জেলা যুবদলের মিছিল বের করে। এ সময় অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় তাদের মিছিল করতে দেয়া হয়নি। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


















