রাজনীতি ৩০ অক্টোবর, ২০১৯ ০৩:৪৪

রুপনগর থেকে জেএমবির দুই সক্রিয় সদস্য আটক

ডেস্ক রিপোর্ট।। 

রাজধানীর রুপনগর এলাকা হতে জামাতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) ২ সদস্য কে আটক করেছে র‍্যাব।

র‍্যাব সদর দফতরের সিনিয়র এএসপি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার (৩০ অক্টোবর) ভোর রাতে রুপনগর এলাকার অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

মিজানুর রহমান বলেন, আটককৃত ২ জেএমবি সদস্যের নাম শাহজালাল (৩০), স্বাধীন (২৮)।

এদিকে র‍্যাব ৪ সিনিয়র এএসপি সাজেদুল ইসলাম সজল জানিয়েছেন, জঙ্গিরা মূলত বরিশাল থেকে এসেছেন। তারা উগ্র রোহিঙ্গা যুবকদের অস্ত্র দিয়ে সহযোগিতা করতে চায়।

এই জেএমবি সদস্যদের সঙ্গে সংশ্লিষ্ট একজন রোহিঙ্গা যুবকের নাম এসেছে। আমরা তাকে আটক করার চেষ্টা করছি ।

অন্যদিকে আটকের সময় এই দুই সদস্যের কাছে থেকে অস্ত্র, উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করেছে র‍্যাব।