রাজনীতি ১১ নভেম্বর, ২০১৯ ০৪:৫৩

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন যুগলীগের নতুন আহবায়ক

ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন যুগলীগের নতুন আহবায়ক চয়ন ইসলাম ও সদস্য সচিব হারুনুর রশিদসহ অন্যান্য নেতা-কর্মীরা।

 
সোমবার (১১ নভেম্বর) সকালে নেতা-কর্মীদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তারা বনানী কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

গত অক্টোবর বিকালে যুবলীগের আসন্ন সম্মেলন নিয়ে বৈঠকে বসেন যুবলীগ নেতারা। সিদ্ধান্ত আসে চেয়ারম্যান পদে থাকছেন না যুবলীগের চেয়ারম্যান। একই সাথে গঠন করা হয় সম্মেলনের প্রস্তুতি কমিটি। এতে আহবায়ক করা হয় চয়ন ইসলাম ও সদস্য সচিব করা হয় বর্তমান কমিটির সাধারণ সম্পাদক হারুনুর রশিদকে।