ডেস্ক রিপোর্ট ।।
মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন শুরু হওয়ার আগে সম্মেলন কেন্দ্রে প্রবেশের সময় ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সভাপতি ইসহাক মিয়া ও তার সমর্থকদের সম্মেলন স্থানে প্রবেশে বাধা দেয় বর্তমান কমিটির সাধারণ সম্পাদক ফরিদুর রহমান খান ইরানের নেতাকর্মীরা। এই সময় ইরান গ্রুপের নেতাকর্মীদের হামলার শিকার হয়ে ইসহাক গ্রুপের ২০ জন নেতাকর্মী গুরুতর আহত হন।
মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ১১টায় বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট (কেআইবি) মিলনায়তনে সম্মেলন শুরুর আগে মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সভাপতি ইসহাক মিয়া তার সমর্থকদের মিছিল নিয়ে সম্মেলনস্থলে উপস্থিত হলে মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের বর্তমান সাধারণ সম্পাদক ফরিদুর রহমান খান ইরানের সমর্থকদের বাধার সম্মুখীন হন। এক পর্যায়ে বাধা উপেক্ষা করে ইসহাক মিয়া তার সমর্থকদের নিয়ে সম্মেলন কেন্দ্রে প্রবেশের চেষ্টা করলে তাদের উপর হামলা ও ব্যাপক মারধর করা হয়।
ইসহাক এবং ইরান- দুইজনই এবার উত্তরের সভাপতি পদের প্রার্থী।
সম্মেলনে যোগ দিতে সকাল থেকে ঢাকা মহানগর উত্তরের থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা মিছিল নিয়ে কেআইবি চত্বরে উপস্থিত হতে থাকেন। এর মধ্যেই সম্মেলন স্থলে জায়গা করে নেওয়াকে কেন্দ্র করে ইসহাক ও ইরান সমর্থেকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
এবিষয়ে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শাওন হাওলাদারের সাথে আমাদের কাগজের প্রতিনিধি যোগাযোগ করলে তিনি জানান, সম্মেলনের আগের রাতে বর্তমান কমিটির সাধারণ সম্পাদক ফরিদুর রহমান খান ইরান তাদের হুমকি দেয়। হুমকি উপেক্ষা করে সম্মেলনে ইসহাক মিয়া তার নেতাকর্মীদের নিয়ে মিছিল করতে করতে সম্মেলন কেন্দ্রে প্রবেশ করলে ইরান সমর্থিত নেতাকর্মীরা বাধা দেয়। পরবর্তিতে বাধা উপেক্ষা করে ঢোকার চেষ্টা করলে ইসহাক মিয়ার সমর্থিত নেতাকর্মীদের উপর হামলার ঘটনা ঘটে।
ইসহাক সমর্থিত নেতাকর্মীদের উপর এই হামলাকে পূর্ব-পরিকল্পিত বলে জানান শাওন হাওলাদার।
তিনি আরও জানান, এই হামলায় অন্তত ২০ জন গুরুতর আহত হন। তাদের মধ্যে দুই জনকে মুমূর্ষ অবস্থায় সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়।
২০০৬ সালের ৩১ মে ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনের মধ্য দিয়ে ঢাকা মহানগরকে উত্তর ও দক্ষিণে ভাগ করে দু'টি কমিটি করা হয়। উত্তরের সভাপতি নির্বাচিত হন মোবাশ্বের চৌধুরী, সাধারণ সম্পাদক হন ফরিদুর রহমান খান ইরান।
উল্লেখ্য, স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর উত্তরের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম আগামী ১৬ নভেম্বর সংগঠনের কেন্দ্রীয় সম্মেলনের দিন ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ওবায়দুল কাদের।