রাজনীতি ২৩ নভেম্বর, ২০১৯ ০৭:১৯

আমার বিদায়ের মধ্য দিয়ে যুবলীগের সেই কালিমা দূর হবে

ডেস্ক রিপোর্ট ।।

যুবলীগের বিদায়ী সাধারণ সম্পাদক হারুনুর রশিদ বলেছেন, তৃণমূল নেতাকর্মীরা কখনো চাওয়া পাওয়ার রাজনীতি করেন না। চাওয়া পাওয়ার রাজনীতি করি আমাদের মতো লোকেরা। আমার বিদায়ের মধ্য দিয়ে যুবলীগের সেই কালিমা দূর হয়ে যাবে।

আজ যুবলীগের সপ্তম কংগ্রেসে তিনি এসব কথা বলেন।

এরআগে আজ সকাল ১১টা ৮ মিনিটের দিকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় কংগ্রেসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। 

সংগঠনের কেন্দ্রীয় কমিটিসহ সারাদেশের ৭৭টি সাংগঠনিক জেলা ও আটটি সাংগঠনিক জেলার মর্যাদাসম্পন্ন বৈদেশিক শাখার প্রায় তিন হাজার কাউন্সিলর, ২৫ হাজার ডেলিগেটস ও আট হাজার অতিথি মিলিয়ে অন্তত ৩৬ হাজার মানুষ কংগ্রেসে উপস্থিত থাকার কথা রয়েছে। উদ্বোধনী অধিবেশন শেষে বিকাল ৩টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে।

এর আগে ২০১২ সালের ১৪ জুলাই যুবলীগের ষষ্ঠ জাতীয় কংগ্রেস অনুষ্ঠিত হয়। গঠনতন্ত্র অনুযায়ী তিন বছর পরপর কংগ্রেস হওয়ার কথা থাকলেও দীর্ঘ প্রায় সাড়ে সাত বছর পর সপ্তম কংগ্রেস হতে যাচ্ছে।
কংগ্রেসকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী উদ্যানসহ আশপাশের এলাকা সাজানো হয়েছে। কংগ্রেসের মূল মঞ্চ নির্মিত হয়েছে পদ্মাসেতুর আদলে।