রাজনীতি ১ ডিসেম্বর, ২০১৯ ০২:৫৮

নানকের কাছে পরাজিত হলেন সাদেক খান

ডেস্ক রিপোর্ট।। 

ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটিতে সভাপতি হয়েছেন বজলুর রহমান ও সাধারণ সম্পাদকের পদ পেয়েছেন এস এম মান্নান কচি। বজলুর রহমান মোহাম্মদপুর এলাকার আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ছিলেন। তিনি সাদেক খানের অন্যতম প্রতিপক্ষও ছিলেন। রাজনৈতিক ভাবে তাকে নানকের লোক হিসেবে মনে করা হতো। সাদেক খান মহানগরের সাধারণ সম্পাদক হওয়ার পর কোনঠাসা হয়ে পড়েছিলেন বজলুর রহমান।

এবার সভাপতি নির্বাচিত হওয়ার পর আবারো পাদপ্রদীপে এলেন বজলুর। তাকে ঢাকা মহানগর উত্তরের সভাপতি করার পেছনে নানকের হাত আছে বলে আওয়ামী লীগের অনেক নেতা মনে করেন। এর ফলে মোহাম্মদপুরের এমপি সাদেক খান কোনঠাসা হয়ে পড়লেন।

মোহাম্মদপুরে এখন সাদেক খানের বলয় ভেঙে বজলুর বলয় তৈরি হবে বলেও আওয়ামী লীগের অনেক নেতা মনে করছেন।