ডেস্ক রিপোর্ট
নীলফামারীর সৈয়দপুরে উর্দুভাষী গোলাহাট বিহারী ক্যাম্পে গুটি খেলাকে কেন্দ্র করে মারামারিতে এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে বিহারী ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহত যুবক মো. সাহীদ (২৬) স্থানীয় মসজিদের মুয়াজ্জিন ও ক্যাম্পের মো. হাবীব মিয়ার ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে ক্যাম্পের ভিতরে ফাঁকা জায়গায় কয়েকজন যুবক মিলে গুটি খেলছিলো। খেলতে খেলতে নিহত সাহীদ ও মো. সোনুর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায় উভয়ের মধ্যে মারামারি শুরু হয়। খেলায় অংশগ্রহণকারী যুবক ও স্থানীয় লোকজন মিলে ঘটনাটির মীমাংসা করে দিলে মো. সাহীদ বাড়ি চলে যায়। বাড়িতে থাকা অবস্থায় ঘণ্টাখানেক পর সে মারা যায়।
সৈয়দপুর থানার ওসি আবুল হাসনাত ঘটনাস্থল থেকে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।