নিজস্ব প্রতিবেদক
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) বেশ কয়েকজন ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। একই হাসপাতালের মেডিসিন ইউনিট-৪ এর সহকারী রেজিষ্ট্রার ডা. মো. মাসুদ খান বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। শুক্রবার বরিশাল কোতয়ালী মডেল থানার ওসি নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলায় ঐ চিকিৎসককে মারধর ও নির্যাতনের কথা উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে খোঁজ নিতে হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন থানায় গিয়েছিলেন। সাথে কয়েকজন ইন্টার্ন চিকিৎসকও ছিলেন। এ সময় হাসপাতালের পরিচালক সাংবাদিকদের জানান, উদ্বুদ্ধ পরিস্থিতিতে আইনগত করনীয় নির্ধারণ করতে থানায় যান তিনি।
এদিকে ইন্টার্ন চিকিৎসকদের পক্ষ থেকে বলা হয়েছে মামলার বিষয়টি তারা নিশ্চিত হয়েছেন। বিষয়টি নিয়ে ইন্টার্ন চিকিৎসক নেতৃবৃন্দের সাথে আলোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।






















