সারাদেশ ৪ নভেম্বর, ২০২০ ০৪:৫২

মাগুরায় স্কুলছাত্রীকে যৌন হয়রানি, প্রধান শিক্ষক আটক

 নিজস্ব প্রতিবেদক

মাগুরায় প্রাইভেট পড়ানোর সময় নিজের স্কুলের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজার রহমানকে আটক করেছে পুলিশ

গতকাল মঙ্গলবার রাতে একই উপজেলার বালিদিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়

হাফিজার রহমান মাগুরার মহম্মদপুর উপজেলার রাজাপুর ইউনিয়নের গোবরনাদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক

মাগুরার পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান জানান, নিজের স্কুলের পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে প্রাইভেট পড়ানোর সময় যৌন হয়রানি করেন বলে মেয়েটির বাবা পুলিশের কাছে অভিযোগ করেছেন অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে