নিজস্ব প্রতিবেদক
বগুড়ার ধনুট উপজেলায় বাল্যবিবাহের আয়োজন করায় জরিমানা করা হয়েছে কনেপক্ষকে। এর আগে উপজেলা প্রশাসনের অভিযানের খবর পেয়ে রাস্তা থেকেই সটকে পরেন বরপক্ষ। যার ফলে বাল্য বিয়ের আয়োজনটি পণ্ড হয়ে যায়।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ধামাচামা গ্রামে এ ঘটনা ঘটে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল রণী। এ সময় মহিলাবিষয়ক কর্মকর্তা আশরাফ আলীসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ধুনট উপজেলার একটি বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীর বিয়ে ঠিক হয় জেলার গাবতলী উপজেলার পলাশবাড়ি গ্রামের এক তরুণের সঙ্গে। বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁদের বিয়ে হওয়ার কথা ছিল। সে হিসেবে কনের বাড়িতে বিয়ের আয়জন চলছিল। তবে প্রশাসন খবর পেয়ে ঘটনাস্থলে গেলে রাস্তা থেকেই বরপক্ষের লোকজন উধাও হয়ে যান। তবে এ ঘটনায় কনেপক্ষকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে না দেওয়ার মুচলেকা নেওয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল রণী বলেন, বরপক্ষের লোকজন আগেই প্রশাসনের উপস্থিতির বিষয়টি জানতে পেরে রাস্তা থেকে পালিয়ে গেছে। এ কারণে তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা যায়নি। তবে বাল্যবিবাহের আয়োজন করার অভিযোগে কনেপক্ষকে জরিমানা করে মুচলেকা নেওয়া হয়েছে।




















