নিজস্ব প্রতিবেদক
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুন্সীগঞ্জের সদর উপজেলায় চরকেওয়ার ইউনিয়নে দুগ্রুপের সংঘর্ষে আটজন গুলিবিদ্ধ হয়েছেন। আহত হয়েছেন আরও ৬ জন। আজ শনিবার সকাল ১০টার দিকে খাসকান্দি এলাকায় এ সংঘর্ষটি ঘটে।
গুলিবিদ্ধরা হলেন রুবেল খান, রবিন, নয়ন, রিয়াদ খান, কাদির খান, ফারুক খান, ফেরদৌস খান ও মুসা খান। এ ছাড়া আহত ছয়জন হলেন শাওন, আলামিন, ইমরান, নাহিদ, জসিম মোল্লা ও অজ্ঞাত এক ব্যক্তি।
আহতদের মধ্যে ককটেল বিস্ফোরণে গুরুতর জখম হওয়া আলামিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় জেসমিন-মামুন গ্রুপের সাথে আলী আহম্মেদ গ্রুপের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে আজ সকালে আলী গ্রুপের লোকজনের ওপর মামুন-জেসমিন গ্রুপের লোকজন হামলা চালালে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ১৫টি বাড়ি ভাঙচুর ও কয়েক ডজন ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। সংঘর্ষে দুপক্ষের গুলিবিদ্ধসহ আহত হন মোট ১৪ জন।
বিষয়টি নিশ্চিত করে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।




















