সারাদেশ ৮ নভেম্বর, ২০২০ ০৮:০৬

ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা ইউনিয়নের মজিদ ঢালীকান্দি গ্রামে ইজিবাইকের চাকার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে মৃত্যু হয়েছে সালমা বেগমের (২২) গতকাল শনিবার রাতে মাদারীপুরের শিবচর উপজেলার মোল্লাকান্দি এলাকায় দুর্ঘটনা ঘটে

নিহত সালমা বেগম জাজিরার নাওডোবা ইউনিয়নের মজিদ ঢালীকান্দি গ্রামের সালাম হাওলাদারের মেয়ে

পুলিশ পারিবারিক সূত্রে জানা যায়, ভাগ্নে রাব্বির জন্মদিন উপলক্ষে গৃহবধূ সালমা বেগম গতকাল শনিবার বিকেলে জাজিরার নাওডোবা ইউনিয়নের মজিদ ঢালীকান্দি গ্রাম থেকে শিবচর উপজেলার ভদ্রাসন ইউনিয়নের বেপারীকান্দি গ্রামে দুলাভাই মিজানুর রহমানের বাড়ি বেড়াতে আসেন জন্মদিনে ভাগ্নে রাব্বির জন্য উপহার কিনতে সালমা বেগম গতকাল রাতে ফুফাতো ছোট ভাই বিল্লালকে সঙ্গে নিয়ে ইজিবাইকে চড়ে বেপারীকান্দি থেকে শিবচরের ভদ্রাসন বাজারে আসছিলেন ইজিবাইকটি মোল্লাকান্দি এলাকায় এলে অসাবধানতাবশত সালমা বেগমের গলার ওড়না ইজিবাইকের চাকার সঙ্গে পেঁচিয়ে যায় এতে মুহূর্তের মধ্যেই সালমা বেগম ইজিবাইক থেকে ছিটকে রাস্তায় লুটিয়ে পড়ে গুরুতর আহত হন স্থানীয়রা তাঁকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে

শিবচর স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা শশাঙ্ক চন্দ্র ঘোষ বলেন, সড়ক দুর্ঘটনার শিকার এক নারীকে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ইজিবাইকের চাকায় গলার ওড়না পেঁচিয়ে এক নারী নিহত হয়েছেন লাশটি তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে