ডেস্ক রিপোর্ট
কক্সবাজার টেকনাফের নাফনদে মাছ ধরার সময় যে নয়জন জেলেকে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি) ধরে নিয়ে যায়, তাদের দুই দিন অতিবাহিত হওয়ার পরও ফেরত দেয়নি মিয়ানমার। আজ শুক্রবার সকাল পর্যন্ত সময়ে তাদের ফেরত না আসার বিষয়টি কয়েকজন জেলের পরিবারের সদস্যরা নিশ্চিত করেছেন।
গত মঙ্গলবার বিকেলে নাফনদ থেকে ট্রলারসহ ধরে নিয়ে যায় মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি)। অপহৃত জেলেরা উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ এলাকার বাসিন্দা।
টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল মো. ফয়সল হাসান খান জানান, নাফনদ থেকে ধরে আটকা যাওয়া জেলেদের ফেরত আনতে চেষ্টা অব্যাহত রয়েছে।
এদিকে অপহৃত জেলেদের পরিবারের পক্ষ থেকে স্বজনদের ফেরত পাওয়া নিয়ে উৎকণ্ঠায় রয়েছে বলে জানায়।






















