নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ঘোড়াঘাটে জয়রামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে স্কুলে গান বাজনা বন্ধ করতে হত্যার হুমকি দিয়ে চিঠি দিয়েছে কথিত ‘বাংলাদেশ ইসলামী সচেতন দল’ নামের একটি সংগঠন। গত ৪ নভেম্বর ওই চিঠি দেওয়ার পর হুমকি দাতারা গত ৬ নভেম্বর প্রধান শিক্ষকের কার্যালয়ে গিয়ে তাকে মারধর করে হত্যার হুমকি দেন। এ ঘটনায় প্রধান শিক্ষক শফিকুল ইসলাম গত বুধবার (১১ নভেম্বর) উপজেলা চেয়ারম্যান ও ইউএনও বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযুক্তরা হলেন- জয়রামপুরের মৃত মজিবর রহমানের ছেলে আব্দুর রাজ্জাক (৩৬)। তিনি এলাকায় দুটি কওমি মাদ্রাসা পরিচালনা করেন। অপর অভিযুক্তর নাম আব্দুল ওয়াদুদ (৫৫)। তিনি উপজেলার ১নং বুলাকিপুর ইউনিয়নের কৃষ্ণরামপুর গ্রামের মৃত আব্দুল বারীর ছেলে। পেশায় তিনি কৃষক। আরেক অভিযুক্তর নাম রুহুল আমি (৩৪)। তিনি একই ইউনিয়নের কৃষ্ণরামপুর গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে। পেশায় তিনি অটো রিকশার চালক।
অভিযোগ জানা যায়, প্রতি বছরের মতো এবারও জয়রামপুর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করার জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করা হয়।
গত ৪ নভেম্বর প্রধান শিক্ষক তার কক্ষে প্রবেশ করে মেঝেতে একটি হলুদ খাম দেখতে পান। খামটিতে লেখা ছিল, ‘প্রিয় জয়রামপুর উচ্চ বিদ্যালয়। একটি শুভ বার্তা।’ খাম খুলে এর ভেতরে বাংলা, আরবি ও ইংরেজি মিশ্রিত লেখা একটি চিঠি পান। চিঠিতে বলা হয়, গান বাজনা করা যাবে না, ইসলামে ইহা নিষিদ্ধ। যদি কেউ এ চিঠি অমান্য করে তাকে হত্যাসহ বিদ্যালয় উড়িয়ে দেওয়া হবে।




















