সারাদেশ ১ ডিসেম্বর, ২০২০ ০৬:৪৭

ট্রেনের ধাক্কায় মৃত্যু, পরিচয় মেলেনি নিহতের

ডেস্ক রিপোর্ট

ট্রেনের ধাক্কায় রাজধানীর বনানী এলাকায় অজ্ঞাতপরিচয় (৫০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার পরনে লুঙ্গি সোয়েটার রয়েছে।

মঙ্গলবার ( ডিসেম্বর) সকালের দিকে দুর্ঘটনা ঘটে। বিমানবন্দর রেলস্টেশন পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মহিউদ্দিন তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা-কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে আসা একটি ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।

মরদেহ পুলিশ হেফাজতে আছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হবে।