নিজস্ব প্রতিবেদক
নীলফামারীতে শুরু হয়েছে তীব্র শীত। প্রতিদিনই ঘন কুয়াশার সাথে পাল্লা দিয়ে বাড়ছে শীতের প্রকোপ।। সেই সাথে যোগ হয়েছে ঝিরিঝিরি বৃষ্টি।ফলে দরিদ্র ও ছিন্নমূল মানুষেরা শীতে কাহিল হয়ে পড়েছেন।সোমবার ভোর থেকে এই পরিস্থিতি বিরাজ করছে।
জেলার ডোমার, ডিমলা, জলঢাকা, কিশোরগঞ্জ, সদর ও সৈয়দপুরে মানুষ শীতের তীব্রতায় খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করছেন। তিস্তা ও নদী অববাহিকায় কুয়াশায় পাঁচ ফুট দুরত্বেও দেখা যাচ্ছে না কোন কিছু। আঞ্চলিক ও মহাসড়কে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করছে।
সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম বাংলানিউজকে জানান, সকালে সর্বোচ্চ তাপমাত্রা ১৬ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সারাদিনই ঘন কুয়াশা, শীত ও হিমেল হাওয়া অব্যাহত থাকবে।




















