ডেস্ক রিপোর্ট
চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিকেল কবলেজের (খুমেক) হাসপাতালে এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার মৃত্যু হয়েছে বলে জানা যায়। মৃত ব্যক্তির নাম মো. জাকির হোসেন (৫০), তিনি পিরোজপুর জেলার জিয়ানগর এলাকার বাসিন্দা।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস বলেন, ‘ডেঙ্গু আক্রান্ত মো. জাকির হোসেনকে গত ২৬ নভেম্বর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ মঙ্গলবার আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে তাঁর মৃত্যু হয়।’
এ বছর খুলনায় এই প্রথম ডেঙ্গু রোগীর মৃত্যু হলো বলে জানান খুমেক হাসপাতালের ওই চিকিৎসক।






















