নিজস্ব প্রতিবেদক
আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথে ৬৬৯টি গৃহহীন পরিবার ঘর উপহার পাচ্ছেন। আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের খাস জমিতে পুরোদমে এগিয়ে চলছে নির্মাণ কাজ।
ইতোমধ্যেই প্রস্তুত করা হয়েছে বেশ কয়েকটি ঘর। মুজিববর্ষের ভেতরেই গৃহহীন নারী-পুরুষদের মধ্যে নব নির্মিত ঘর হস্তান্তর করা হবে জানা গেছে।
সূত্র জানায়, উপজেলার বিভিন্ন ইউনিয়নে ভূমি ও গৃহহীনদের জন্যে সরকারি খাস জমিতে ৬৬৯টি নতুন ঘর নির্মাণ কাজ এগিয়ে চলছে। ইতোমধ্যেই প্রস্তুত করা হয়েছে একাধিক সেমি-পাকা বাড়ি। প্রতি ২ শতক জায়গায় একেকটি বাড়ি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা। সেই সাথে গৃহহীনদের তালিকাও প্রস্তুত করে চূড়ান্ত অনুমোদনের জন্যে সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করেছে স্থানীয় প্রশাসন।
সরেজমিন উপজেলার খাজান্সি ইউনিয়নের পূষণী গুচ্ছগ্রামের পাশে নব নির্মিত আশ্রয়ণ প্রকল্প ঘুরে দেখা যায়, ২ শতকের প্রতিটি প্লটে উঠেছে নান্দনিক সেমি-পাকা বাড়ি। বাড়ির ফ্লোর ও দেয়াল পাকা, উপরে টিনের চালা।
প্রতিটি বাড়িতে আছে দুটো করে রুম, একটি রান্নাঘর ও তার পেছনে শৌচাগার’র ব্যবস্থা। এছাড়াও রান্নাঘরের মাঝামাঝি জায়গায় একটা কমন স্পেস এবং সামনের দিকে রয়েছে বারান্দাও।
নিজেদের ঘর পাবার ব্যাপারে কথা হয় তালিকাভুক্ত কয়েক ব্যক্তি জানান, আমাদের স্থায়ী বসবাসের জায়গা নেই। অন্যের আশ্রয়ে দিনমজুরি করে জীবিকা নির্বাহ করি। এ অবস্থায় সরকারি জায়গায় বাড়ি বরাদ্দ পেয়ে আমরা খুশি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বর্ণালী পাল ‘বাংলাদেশ প্রতিদিন’কে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারদের গৃহ প্রদানের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সিলেটের বিশ্বনাথ উপজেলায় গৃহ নির্মাণ কাজ চলছে। মুজিবশতবর্ষে কোনো মানুষ গৃহহীন থাকবে না।





















