সারাদেশ ৯ ডিসেম্বর, ২০২০ ১১:৪৭

স্ত্রীর মামলায় পুলিশ কর্মকর্তা কারাগারে

নিজস্ব প্রতিবেদক

যশোরে স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় পুলিশের এক কর্মকর্তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত গতকাল মঙ্গলবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীন হোসাইন আদেশ দেন

আসামি আবদুস সালাম রাজবাড়ী জেলার কালুখালি উপজেলার বড় পাতুরিয়া গ্রামের লোকমান শেখের ছেলে তিনি বরগুনা জেলা পুলিশের এএসআই  পদে কর্মরত

জানা যায়, চলতি বছরের ১০ ফেব্রুয়ারি যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের এড়েন্দা গ্রামের হযরত আলীর মেয়ে রোকসানা খাতুন যশোর আদালতে মামলা করেন

মামলায় তিনি উল্লেখ করেন, ২০১৮ সালের ১০ জানুয়ারি সালামের সঙ্গে রোকসানার বিয়ে হয় বিয়ের সময় রোকসানার পরিবার তিন লাখ টাকা মূল্যের সাত ভরি সোনার গহনা দেয় বিয়ের পর থেকে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করতে থাকে যৌতুকের টাকা না দেয়ায় রোকসানাকে শারীরিক মানসিক নির্যাতন করতে থাকে

চলতি বছরের ১০ জানুয়ারি রোকাসানাকে মারপিট করে ভাড়া বাড়ি থেকে তাড়িয়ে দেয় সালাম পরে ফেব্রুয়ারি সালামের বোনের বাড়িতে বিষয়টি নিয়ে পারিবারিকভাবে সালিশ হয় কিন্তু সালাম পাঁচ লাখ টাকা না দিলে সংসার করবে না বলে জানায় বাধ্য হয়ে বাদী আদালতের আশ্রয় নেন

মামলার বাদীপক্ষের আইনজীবী নুরুল ইসলাম সিদ্দিকী চুন্নু জানান, সালাম বরগুনা জেলা পুলিশের এএসআই পদে কর্মরত ছিলেন মেয়েলি সংক্রান্ত একাধিক অভিযোগের পর তিনি বর্তমানে বরগুনা পুলিশ লাইনে ক্লোজ আছে আদালত বাদীর অভিযোগ আমলে নিয়ে আসামির প্রতি সমন জারি করেন মীমাংসার শর্তে জামিন নেন সালাম কিন্তু পরে মীমাংসা না করায় মামলার ধার্য তারিখে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন