সারাদেশ ২১ ডিসেম্বর, ২০২০ ০৩:৩৫

দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ২০

হবিগঞ্জের হাওরে ধান রোপণ নিয়ে সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক

গতকাল রোববার হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নের গাজীপুর হাওরে ধান রোপণ নিয়ে বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। জানা যায়, এ সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ২০ জন। এরপর সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে নিহত দুজন হলেন সুজাতপুরের গাজীপুর গ্রামের রাজধর মিয়ার ছেলে নূরুল হক (৫০) ও মৃত ওয়াসিদ উল্লার ছেলে ইদ্রিছ মিয়া ওরফে কাঁচা মিয়া।

সংঘর্ষ নিয়ে পুলিশ জানায়, হাওরে বোরো জমিতে ধান রোপণকে কেন্দ্র করে আলাই মিয়া ও নূরুল হকের লোকজনের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গতকাল সকালে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় আহত হন অনেকেই। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরে সংঘর্ষে গুরুতর আহত নূরুল হক ও ইদ্রিছ মিয়াকে গতকাল বিকেলে আশঙ্কাজনক অবস্থায় হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নূরুল হককে মৃত ঘোষণা করেন। পরে গতকাল রাতেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ইদ্রিছ মিয়ার। দুজনের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন জানিয়েছেন, এ ঘটনায় গতকাল রাত পর্যন্ত কোনো মামলা হয়নি এবং কাউকে আটকও করা হয়নি। তবে সংঘর্ষ এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে। অনেকেই পুলিশের ভয়ে পালিয়ে গেছে।