সারাদেশ ২৬ ডিসেম্বর, ২০২০ ০৬:৪০

খাগড়াছড়িতে সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক

খাগড়াছড়ির দীঘিনালা মেরুং সড়কের চৌমোহনী এলাকায় গাছবোঝাই ট্রাকসহ বেইলি সেতু ভেঙে পড়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে সেতু ভেঙে যাওয়ায় দীঘিনালা উপজেলার মেরুং এলাকা ছাড়াও রাঙামাটি জেলার লংগদু উপজেলার সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে

স্থানীয়রা জানিয়েছেন, গাছবোঝাই দুটি ট্রাক একই সঙ্গে বেইলি সেতুতে উঠে পড়ায় অতিরিক্ত ওজনের কারণে সেতুটি ছড়ার ওপর ভেঙে পড়ে ট্রাকগুলো মেরুং থেকে খাগড়াছড়ির দিকে আসছিল এসময় আরও একটি মাহেন্দ্র গাড়িও দুর্ঘটনা কবলিত হয় তাতে ৩ জন যাত্রী সামান্য আহত হয়েছেন

এ বিষয়ে খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাকিল মোহাম্মদ ফয়সাল জানিয়েছেন, খবর শুনেই সড়ক বিভাগের কর্মীরা ঘটনাস্থলে ছুটে গেছেন তবে সেতুটি পুনরায় চালু করতে কয়েকদিন সময় লেগে যেতে পারে